বুধবার, ১৯ মে, ২০১০

স্বপ্ন

স্বপ্ন-১
যদি পারতাম
তবে নিশ্চিত আকাশটাকে ফাঁড়তাম
পূর্ণিমার চাঁদটাকে ফালি ফালি কাটতাম
স্বপ্নের ফানুস গুলো তার দু পায়ে ফেলতাম...

স্বপ্ন-২
আমার স্বপ্নগুলো সব বেদূইন ইদানিং
নেই তারা কোথথাও-
দুধের বোতলে নেই, নেই মোরগের ঝুঁটিতে
চিবুকের ধার তার বেড়ে গেছে খুব
বুকজ্বালা চাউনি ভীষণ-স্বপ্নদের আর দোষ কি বলো
তাই তারা গেছে ছুটিতে......

স্বপ্ন-৩
আকাশটাও হঠাত ঢেকে যায়
চিলের দু ডানায় দেখি স্বপ্নের হামাগুড়ি
জুতার সুখতলা ক্ষয়ে যায়
স্বপ্নলজ্জ্বাহীন ওড়াই আমার চাঁদিয়াল ঘুড়ি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন